এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর খুব একটা ছন্দে নেই জার্মানি। বিশ্বকাপে টানা দুই আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল দলটিকে। এছাড়া ঘরের মাঠে ইউরো আয়োজন করলেও খুব একটা দাপট দেখাতে পারেনি ডায়েচল্যান্ড দলটি। সেখান থেকে নেশনস লিগে দারুণ শুরু করা কিমিচ-হাভার্জদের উন্নতি দেখছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান।
জন ক্রুইফ অ্যারেনায় নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করার পর নাগেলসম্যান সংবাদমাধ্যমে বলেছেন, ‘জার্মান দলের উন্নতির পরের ধাপের জন্য আমি খুশি। সবার মধ্যে এ সচেতনতা আছে যে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।’
‘এ দলের নিজেদের প্রতি বিশ্বাস আছে এবং সেটাই আমাদের প্রধান অস্ত্র। এ ধরণের মানসিকতায় আমরা চেয়েছি দলের কাছে। আমরা আসলে যে ধরণের দল চাই আজকে সেটার দেখা পেয়েছি।’
নেশনস লিগের শুরুটা ভালো হয়েছে জার্মানির জন্য। গ্রুপের প্রথম ম্যাচে ডুসেলডর্ফে হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়ে আসর শুরু করে জসুয়া কিমিচের দল। ১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে বসনিয়ার এন্ড হার্জেগোভিনার বিপক্ষে নামবে নাগেলসম্যানের শিষ্যরা।







