এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব শুরু হল। নিজেদের প্রথম ম্যাচে নেমে বড় হোঁচট খেয়েছে জার্মানি। র্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে হেরে গেছে। বিশ্বকাপে জায়গা করে নেয়ার মিশনে শুরুতে স্লোভাকিয়ার কাছে হার দেখেছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।
স্লোভাকিয়ার মাঠ তেহেলনে পোলেতে ২-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। স্লোভাকদের গোল দুটি করেন ডেভিড হাঙ্কো এবং ডেভিড স্ট্রিলিচ। ম্যাচে বল পজিশন বেশি রেখেও জয় আনতে পারেনি জার্মানি।
ম্যাচের শুরু থেকেই চাপে ছিল দুদলের রক্ষণ। আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দুদলই। প্রথমার্ধের শেষদিকে বেশকিছু আক্রমণ চালায় জার্মানি, প্রতিপক্ষ গোললাইন ভেদ করতে সক্ষম হয়নি। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে প্রথম গোলের দেখা পায় ফিফা র্যাঙ্কিংয়ে ৫২তম স্লোভাকিয়া। স্ট্রিলিচের পাসে হাঙ্কোর বাঁ-পায়ের শটে এগিয়ে যায়।
বিরতি থেকে ফিরে সুবিধা করতে পারেনি জার্মানি। ম্যাচে ৭০ শতাংশ বল পায় রেখেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দিগুণ করে স্লোভাকিয়া। নরবের্ট গয়েম্বারের পাসে দলকে জয়েরবন্দরে নিয়ে যান স্ট্রিলিচ। দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে আগে বেশ আক্রমণাত্মক খেলে নাগেলসম্যানের দল। কোনভাবেই গোলের দেখা পায়নি তারা।
বাছাইপর্বে গ্রুপ ‘এ’তে থাকা অন্য ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে লুক্সেমবার্গ। পয়েন্ট টেবিলের সর্বনিম্নে আছে সবশেষ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি।
স্লোভাকিয়া সাথে হোঁচটে জার্মানি ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে ম্যাচ হেরেছে। নিজেদের বাছাইপর্বের ইতিহাসে এনিয়ে দ্বিতীয়বার এক গোলের বেশি ব্যবধানে হারল জার্মানি। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল তারা।
বিশ্বকাপ বাছাইপর্বের এদিন অন্য ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন, পোল্যান্ডের সাথে ১-১গোলে ড্র করেছে নেদারল্যান্ডস এবং লিচেনস্টাইনের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে বেলজিয়াম।








