এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রানের পাহাড়ের মুখে নেমে শুরুতে টপাটপ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ব্যাটে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ৯ ওভার ব্যাট করে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে শান্তবাহিনী।
চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক মার্করাম। দ্বিতীয় দিনে ১৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলে ইনিংস ছেড়েছে সফরকারী দল। তিন সেঞ্চুরি ও দুটি ফিফটিতে এ পুঁজি দাঁড় করিয়েছে তারা। টনি ডি জর্জি, স্ত্রিস্তান স্টাবস ও উইয়ান মুল্ডার সেঞ্চুরি করেছেন। সঙ্গে সেনুরান মুথুস্যামি ও ডেভিড বেডিংহামের করেছেন ফিফটি।
ইনিংসে প্রথম ওভারের শেষ বলে ওপেনার সাদমান ইসলামকে তুলে নেন সাউথ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। উইকেটরক্ষক কাইল ভেরেইন্নের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ৬ বলে ০ রানে বিদায় নেন টাইগার ওপেনার। সবশেষ ৩ ইনিংসে দুবার রানের খাতা খুলতে পারলেন না সাদমান।
টিকতে পারেননি জাকির হাসানও। তিনিও রাবাদার শিকার। ৮ বলে ২ রান করে সাজঘরের পথ ধরেন। ভেরেইন্নের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১০ রান করে ফেরেন মাহমুদুল হাসান জয়।
আসা-যাওয়ার মিছিলে কেশভ মহারাজের বলে বোল্ড হয়ে ফেরেন নাইটওয়াচম্যান হাসান মাহমুদ (৩)। শেষ বিকেলে খেলতে নেমে ৯ ওভারে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে শেষ করেছে শান্তবাহিনী।
সাউথ আফ্রিকার হয়ে রাবাদার ২ উইকেটের সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন মহারাজ ও প্যাটারসন।







