এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাউথ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জি। তারপর প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন আরেক ব্যাটার স্ত্রিস্তান স্টাবসও। পঞ্চম ম্যাচে এসে সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৪ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার। জর্জি-স্টাবস জুটি ভেঙেছে ২০১ রানে। সেঞ্চুরির পর তাইজুল ইসলামের শিকার হয়েছেন স্টাবস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৪ ওভারে ২ উইকেটে ২৭০ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। ১২২ রান করে ক্রিজে আছেন জর্জি, নতুন ব্যাটার নেমেছেন ডেভিড বেডিংহাম।
তৃতীয় সেশনে চা বিরতি থেকে ফিরেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টাবস। ৫ চার ও ৩ ছক্কায় ১৯৪ বলে ১০০ রান করেন ২৪ বর্ষী ডানহাতি ব্যাটার। সেঞ্চুরির পর বেশি সময় টিকে থাকতে পারেননি। তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ১০৬ রানে।
চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক মার্করাম। দিনের শুরু থেকেই চড়াও হতে দেখা যায় সাউথ আফ্রিকার টপঅর্ডারকে।
উদ্বোধনী জুটিতে মার্করাম-জর্জি ৬৯ রান তুলে ফেলার পর প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ১৮তম ওভারের প্রথম বল, সাউথ আফ্রিকা অধিনায়ক মার্করাম তুলে মারতে গিয়েছিলেন তাইজুলের বলে, মিডঅনে মুমিনুলের তালুবন্দি হন। ৫৫ বলে ৩৩ করে ফিরে যান।
পরে আট টেস্টের ছোট্ট ক্যারিয়ারে জর্জি তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। ১৪৬ বলে ৮ চার ও ২ ছক্কায় সাজানো শতরানের ইনিংস তার।







