এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেয়া প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে তিনি এ কীর্তি গড়েন। এই সংস্করণে ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে তিনিই প্রথম এ কৃতিত্ব অর্জন করলেন।
আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ইন্দোনেশিয়া। লক্ষ্যে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার স্কোর যখন ৫ উইকেটে ১০৬ রান তখনই বোলিংয়ে আসেন প্রিয়ান্দানা। নিজের প্রথম ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক পূরণ করেন ২৮ বর্ষী এ পেসার। এরপর একটি ডট বল দেন। পরের দুই বলে শিকার করেন আরও দুই উইকেট। ওই ওভারে কম্বোডিয়া কেবল এক রান নিতে পেরেছিল। অবশ্য শেষ দুই উইকেটের মাঝে একটি ওয়াইড দেন তিনি। ম্যাচটি ৬০ রানে জিতে ইন্দোনেশিয়া।
তবে ছেলেদের ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে এমন ঘটনা দুবার ঘটেছে। বাংলাদেশে ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টুয়েন্টি কাপে ইউসিবি বিসিবি একাদশের হয়ে খেলতে নেমে আল-আমিন হোসেন আবাহনী লিমিটেডের বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন। অন্য ঘটনাটি ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে, কর্ণাটকের অভিমন্যু মিথুন এক ওভারে সাজঘরে পাঠান হরিয়ানার পাঁচ ব্যাটারকে।
এবার আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো বোলার এক ওভারে নিলেন পাঁচ উইকেট। তবে এর আগে এক ওভারে চার উইকেট নেয়ার ঘটনা ঘটেছে মোট ১৪ বার। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি, ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার টানা চার বলে নেন চার উইকেট।








