প্রতিক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে গাজীপুর সিটি নির্বাচনে। যার যার প্রতীক নিয়ে মাঠের লড়াইতে নেমেছে প্রার্থীরা।
শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আজ সকালে ৮ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
এই ভোট সরকার আর ইসির জন্য আগুন পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রার্থীরা।
নৌকার প্রার্থী আজমত উল্লা জানান, ফাঁকা মাঠে গোল দিতে না বরং প্রতিপক্ষকে পরাস্ত করেই নৌকাকে বিজয়ী করতে একাট্টা গাজীপুরের মানুষ।
এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে টেবিল ঘড়ি প্রতীক পেয়ে সুষ্ঠু ভোটের দাবি নিয়ে ভোটারদের নিরাপত্তা চাইলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
অন্যদিকে জাতীয় পাটির প্রার্থীসহ বিএনপি পরিবারের স্বতন্ত্র প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীরা জানিয়েছেন, তারা সরকার এবং ইসির প্রতি আস্থা রাখতে পারছেন না।







