গ্যাসের দাম বাড়লেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অনিশ্চিত
গ্যাসের দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্ন সরবরাহ এখনো নিশ্চিত হয়নি। উদ্যোক্তারা নিরবিচ্ছিন্ন গ্যাস চান। এলএনজি আমদানির পরই নতুন দাম কার্যকরের দাবি জানিয়েছেন তারা। ইতোমধ্যেই এলএনজি আমদানির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড-আরপিজিসিএল।