সাভার প্রতিনিধি: বেতন ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে চার দিন ধরে অবস্থানে রয়েছে শ্রমিকরা। এ ঘটনায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় ডাইনেষ্টি সোয়েটার কারখানায় প্রায় বারো শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছিলো। পরে সম্প্রতি কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে এই অভিযোগ তুলে গেল ৩০ নভেম্বর থেকে শ্রমিকরা সকল পাওনা দি বুঝিয়ে পাওয়ার জন্য কারখানার ভিতরে কাজ বন্ধ রেখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় কারখানাটির ভিতরে চার দিন ধরে অবরুদ্ধ রয়েছে কয়েকজন কর্মকর্তারা। কারখানার ভিতরেই শ্রমিকরা ও কর্মকর্তারা খাওয়া দাওয়া করছে। সকল পাওনা দিয়ে বুঝিয়ে না পাওয়া পর্যন্ত শ্রমিকরা অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা অচল অবস্থা নিরসনে কারখানার ভিতরে গিয়ে শ্রমিকদের সাথে কথা বললেও সমাধানে আসতে পারেনি।
আশুলিয়া শিল্প পুলিশ বলছে, সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছে।