গাজীপুরে কারাগারে থাকা সালমান এফ রহমানের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা।
আজ (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে এক যোগে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শ্রমিক।
এসময় তারা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক দ্রুত খুলে দেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কারখানাটি বন্ধ থাকায় তারা নতুন করে চাকরি পাচ্ছেন না এবং মানবেতর জীবন যাপন করছেন।







