কানাডায় ক্যানো (নৌকা) উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশীর জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার বাদ আসর টরোন্টোর ৩৪৭ ডেনফোথ রোডের সুননাতুল জামাত মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
গত ৮ জুন অন্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে প্রাণ হারান।
কানাডার স্থানীয় গণমাধ্যম সি পি ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, যদিও দুর্ঘটনার সময় কোনও ঝড় বা তীব্র বাতাসের খবর পাওয়া যায়নি, তদন্তকারীরা আবহাওয়ার তথ্য এবং অন্যান্য কারণগুলো পর্যালোচনা করছেন। ইতিমধ্যেই কাওয়ার্থা লেক সিটি এবং অন্টারিও প্রাদেশিক পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে।
কানাডার বাংলাদেশ হাইকমিশন অফিস জানিয়েছেন, মৃত রাকিব ও ক্যাপ্টেন সাইফের মরদেহ বৃহস্পতিবার কানাডা থেকে সরাসরি বিমান যোগে ঢাকায় পাঠানো হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর ঢাকায় বাংলাদেশ এয়ার ফোর্সেস কবরস্থানে তাদের দুজনকে দাফন করা হবে।








