চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামাল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, পিডিবি’র সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব নূরউদ্দিন মাহমুদ কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার ৩ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে রাত ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ (বীর উত্তম) এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর প্রতিষ্ঠাতা পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নূরউদ্দিন মাহমুদ কামাল ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর প্রশংসাপত্রপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।

মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম কামালের জামাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।