গত ৪৮ ঘণ্টায় স্কুলশিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছে ঠাকুরগাঁওয়ের এক সড়কে।
মঙ্গলবার ১৮ নভেম্বর বিকালে একটি বেপরোয়া নসিমনের ধাক্কায় গোপালপুর দেউনিয়া বাজার এলাকার নিরঞ্জন ও জুথী রাণী দম্পতির ছোট ছেলে, গডেয়া এস.সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাকেশ বর্মন (১৪) নিহত হয়।
রাস্তায় প্রিয় বন্ধুটির রক্তমাখা নিথর মরদেহ দেখে আর স্থির থাকতে পারেনি সহপাঠীরা। বুধবার ১৯ নভেম্বর সকাল থেকে শোকে-ক্ষোভে উত্তাল করে তোলে গড়েয়া-ঠাকুরগাঁও সড়ক।
রাকেশের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনার মৃত্যুমিছিলে একটি সাম্প্রতিক সংযোজন মাত্র। গত দু’দিনের এই এলাকায় মোট চারটি জীবন ঝরেছে। সোমবার পাটিয়াডাঙ্গী সড়কে নসিমন ও রিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই-বোন, রফিকুল ইসলাম বিশু (৪৭) ও দুঃখিনী বেগম (৫০)। মঙ্গলবার মেধাবী শিক্ষার্থী রাকেশ রায় (১৪) নসিমনের ধাক্কায় নিহত। একই দিনে রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কে পিকআপ ভ্যানের চাপায় মারা যান রিকশা শ্রমিক জরদিশ হোসেন (৫৭)।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারওয়ার আলম খান বলেন, ঘটনা গুলো দুঃখজনক। তিনি জানান সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রাফিক বিভাগকে সক্রিয় করা হচ্ছে।








