চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিষপান করে একই পরিবারের চারজনের আত্মহত্যা

ভারতের হায়দ্রাবাদ শহরের কুশাইগুদা এলাকায় নিজেদের বাসভবনে বিষ খেয়ে আত্মহত্যা করেছে দুই শিশুসহ একই পরিবারের চারজন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং গতকাল শনিবার সন্ধায় পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামলা দায়ের করে।

Bkash July

নিহতরা হলেন: সতীশ, তার স্ত্রী বেদা এবং তাদের দুই সন্তান। নয় বছর বয়সী বড় সন্তানের নাম নিশিকেত এবং পাঁচ বছর বয়সী অপর সন্তানের নাম নিহাল৷

কুশাইগুদা থানার পুলিশ পরিদর্শক পি ভেঙ্কটেশ্বরলু বলেন, হায়দ্রাবাদে এক পরিবারের বাবা, মা এবং তাদের দুই সন্তান নাম না জানা এক ধরণের বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই শিশুই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিল, চিকিৎসার পরও সুস্থ হচ্ছিল না তারা। এমন অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বাবা-মা।

Reneta June

নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত শুরু করা হয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View