চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নারায়ণগঞ্জে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা, আটক ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দৌলত হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে জেলা সদরের চরসৈয়দপুর এলাকায় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

Bkash July

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ১০টার দিকে দৌলত হোসেন সিএনজিতে চড়ে ঔষধ কিনতে বের হন। চর সৈয়দপুর এলাকায় একদল দুর্বৃত্ত তার সিএনজি আটকে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দৌলত হোসেনকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তদন্তসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Labaid
BSH
Bellow Post-Green View