বিদেশি শিক্ষার্থী কমেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে
পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থী আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় বিদেশি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে আগ্রহ কমেছে। আর অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকায় দেশি শিক্ষার্থী কমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্ট।