বিশ্বকাপ ফুটবলে সেরাদের সেরা হলেন যারা
বিশ্বকাপ ফুটবলের দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে গোল্ডেন বল আর গোল্ডেন বুট। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী চ্যাম্পিয়ন শিরোপার পর আসরের সেরা খেলোয়াড় গোল্ডেন বল উঠেছে মেসির হাতে। আর গোল করায় মেসিকে পেছনে ফেলে আসরে ৮ গোলে গোল্ডেন বুটজয়ী ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন ১৯ বছর বয়সী আর্জেন্টিনার এনসো ফের্নান্দেজ। সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্তিনেস।