চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Toticell

ঋতুস্রাবের সময় যেসব খাবার শরীর ভালো রাখবে

ঋতুস্রাব নারীদের জীবনে প্রতি মাসের এক অভিন্ন চক্র। তবে আমাদের মধ্যে এমন অনেক নারী আছেন যাদের ঋতুস্রাবের সময়কাল খুব একটা ভালো যায় না। অতিরিক্ত রক্তপাত, পেটে অত্যন্ত ব্যথা, মুখে অবাঞ্ছিত ব্রণ এসবতো লেগেই থাকে। ঋতুস্রাবের সময় এমন শারীরিক যন্ত্রণা এক পর্যায়ে মানসিক অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায়।

যন্ত্রণা সহ্য না করতে পেরে অনেকেই বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন, যা সব সময় শরীরের জন্য ভালো না। তবে চিকিৎসকরা বলছেন, এসব সমস্যা থেকে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলেই মুক্তি পাওয়া যাবে। এসময় প্রয়োজন নিজের খাবারের প্রতি যত্নশীল হওয়া।

Bkash July

এসময় যেসব খাবার খাবেন:

কিসমিস এবং জাফরান
ঋতুস্রাবকালীন শারীরিক অসুস্থতা দূর করতে ভেজানো কিশমিশ এবং জাফরান দারুণ কার্যকর। শরীরে আয়রনের ঘাটতি মেটানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর করতে এই উপায় কাজে লাগবে। ঋতুস্রাবের সময় অনেকেই গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন। সে ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।

Reneta June

গুড়
‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ কেমিক্যাল স্টাডিজ’ নামক একটি মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, গুড় ঋতুস্রাবকালীন সময়ে শারীরিক দুর্বলতা দূর করতে পারে। কারণ গুড়ে রয়েছে পটাশিয়ামের মতো উপাদান যা তলপেটে ব্যথা, মেজাজ পরিবর্তনের মতো সমস্যায় উপকারী।

ঘি
শরীরে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের জোগান দিতে ঋতুস্রাবের সময় ঘি খেতে পারেন। এতে শরীর ভিতর থেকে চনমনে থাকবে। এ ছাড়াও ঘিয়ে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে-এর মতো উপাদান। যেগুলি শরীর ভাল রাখতে সাহায্য করে।

কলা
শরীরের প্রকৃত যত্ন নেয় যে ফলগুলো, কলা কিন্তু সেই তালিকায় অন্যতম। ঋতুস্রাবের যন্ত্রণা কমাতে সাহায্য করে কলা। এই ফলে রয়েছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি-এর মতো উপাদান। যা ঋতুস্রাবের ব্যথা সারাতে সাহায্য করে।

Labaid
BSH
Bellow Post-Green View