শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে যাওয়া পানির স্রোতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত বন্যায় পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে নলিতাবাড়ী থানা ।
শনিবার (৫ অক্টোবর) রাতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে ধানখেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) এবং সহোদর আলমগীর (১৬)।








