চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিনে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে বইছে, পানি বাড়তে থাকায় নদীসংলগ্ন সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

আজ (১ সেপ্টেম্বর) শুক্রবার সকাল থেকে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৭ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে।

Bkash

বন্যার পানিতে তলিয়ে গেছে সিরাজগঞ্জ জেলার আউশ ও রোপা আমন ধান, বীজতলা এবং শাকসবজির বাগান। ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

পানি বেড়ে এরই মধ্যেই সিরাজগঞ্জের কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী এবং শাহজাদপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View