রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
স্থানীয় মেয়রের মতে, ডিনিপ্রো শহরে একজন মহিলা এবং তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
এদিকে উমানে শহরের আবাসিক ভবনে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আঘাত আনলে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্মকর্তারা। সেখানে একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্রেমেনচুক এবং পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে।
কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে রাজধানীতে এটিই প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা। তবে সেখানে বেসামরিক হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।







