চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টেক্সাসের বাড়িতে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে এক বন্দুকধারী গুলিতে আট বছরের এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

বিবিসি জানায়, ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে হিউস্টনের উত্তর-পূর্বের ক্লিভল্যান্ড শহরে।

পুলিশ জানিয়েছে, পুলিশ বাড়িতে গেলে নিহত দুজন মহিলাকে বেঁচে থাকা দুটি শিশুর ওপরে পড়ে থাকতে দেখতে পায়।

স্থানীয় শেরিফের কার্যালয় জানায়, সন্দেহভাজন একজন মেক্সিকান ব্যক্তি যিনি একটি আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে এই হামলা করে। তিনি এখনও পলাতক রয়েছেন। ধারণা করে হচ্ছে, লোকটি নেশাগ্রস্ত ছিল যখন সে বাড়ির কাছে গুলি শুরু করে।

পুলিশ বলছে, বাসিন্দারা তাকে থামতে বললেও সে বাড়ির ভেতরে গুলি চালায়। মোট ১০ জন লোক তখন বাসায় ছিল। নিহতদের সবাই হন্ডুরাসের বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিচয় বা বন্দুকধারীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা তার বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেশী ভেরোনিকা পিনেদা বলেন, তিনি গুলির শব্দ শুনেছেন, তবে গুলির শব্দ একটি নিয়মিত ঘটনা। গতকাল আমি গুলির শব্দ শুনে ভেবেছিলাম এটি অন্যান্য সাধারণ দিনের মতই একটি ঘটনা কারণ আমাদের চারপাশে প্রায় এরকম ঘটনা ঘটে।

সম্প্রতি দেশটিতে গোলাগুলির ঘটনা বেড়েই চলেছে। পশ্চিম টেক্সাসে কিশোর-কিশোরীদের পার্টি চলাকালীন গুলিতে নয়জন আহত হওয়ার কয়েকদিন পর এই ঘটনা ঘটল।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, আগ্নেয়াস্ত্রের ঘটনাগুলো মার্কিন শিশু এবং কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ।