চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফিটনেস টেস্টে শান্ত প্রথম, কেমন করলেন মাহমুদউল্লাহ?

KSRM

এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশনের আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে ‘ইয়ো ইয়ো’ টেস্টে নির্ধারিত মানদণ্ড স্পর্শ করতে পারেননি অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্টে এবার মান ধরা হয়েছিল ১৮.৬। যদিও বয়স বিবেচনায় অনেকের মানদণ্ড কিছুটা কমিয়ে আনা হয়েছে। মাহমুদউল্লাহ পেয়েছেন ১৭-এর মতো। আর সর্বোচ্চ ১৯.৫ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফিটনেস যাচাইয়ের সনাতন পদ্ধতি বিপ টেস্টেও একবার শীর্ষ পয়েন্টধারী ছিলেন এই ক্রিকেটার।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটারদের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নেয়া হয়। এর আগে তিন দিনের মেডিকেল টেস্ট সম্পন্ন হয় প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের।

তিন ধাপে বিশ জনের অধিক ক্রিকেটার আজ ফিটনেস পরীক্ষায় অংশ নেন। শান্ত ছাড়াও উনিশের বেশি পেয়েছেন তরুণ পেসার তানজীম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ১৯.৩ ও মিরাজ ১৯.২। সর্বনিম্ন উঠেছে ১৬.৫।

ফিটনেস পরীক্ষা শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের ট্রেনার নিক লি, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা ইনজুরিতে ছিল অথবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই খুব একটা কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই বৃত্তে ছিল।’

মাহমুদউল্লাহ জাতীয় দলের বাইরে ছিলেন সবশেষ তিনটি সিরিজে জাতীয় দলের অংশ ছিলেন না মাহমুদউল্লাহ। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজ খেলেন মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজের দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে।

আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজের সময় পবিত্র হজ পালন করেন মাহমুদউল্লাহ। টেস্ট, টি-টুয়েন্টির পর ওয়ানডে ক্যারিয়ারও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার। অনেক জল্পনা-কল্পনার পর বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানকে বড় মঞ্চে আরেকবার বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ক্যাম্পে সবার মন জয় করে মূল দলে জায়গা ফিরে পান কিনা সেটিই দেখার।

একযুগের ক্যারিয়ারে ২১৮টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি সেঞ্চুরি ও ২৭টি ফিফটিতে করেছেন ৪,৯৫০ রান। উইকেট নিয়েছেন ৮২টি। দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলে লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন। ২০১৫ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View