এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০১৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার একটি বড় চালান বাংলাদেশে পৌঁছেছে। ৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের ভুট্টার এই প্রথম চালানটির আগমনকে স্বাগত জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
চালানটিতে মোট ৫৭,৮৫৫ মেট্রিক টন হলুদ ভুট্টা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা রাজ্যে ২০২৫–২৬ ফসল মৌসুমে উৎপাদিত। ভুট্টাগুলো যুক্তরাষ্ট্রের ভ্যাঙ্কুভার, ওয়াশিংটন বন্দর থেকে জাহাজে করে বাংলাদেশে পাঠানো হয়।
এই চালানটি বাংলাদেশি ফিড মিলারদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আট বছর পর আবারও উচ্চমানের যুক্তরাষ্ট্রের ভুট্টা পশুখাদ্যের উৎস হিসেবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হলো।
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় দেশের তিনটি বড় ফিড মিলিং প্রতিষ্ঠানের নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নরিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডর একটি ক্রেতা কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি) এর এক কর্মকর্তা বলেন,
“আট বছরের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”
এই চালানকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।








