বলিউড অভিনেত্রী দিশা পাটানির বেয়ারিলির (উত্তরপ্রদেশ) পৈতৃক বাড়ির বাইরে শুক্রবার ভোরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারটির কেউ আহত না হলেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বেয়ারিলির সিভিল লাইনস এলাকার ভিলা নং ৪০ এর সামনে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সে সময় বাড়ির ভেতরে উপস্থিত ছিলেন দিশা পাটানির বাবা, অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা এবং বড় বোন খুশবু পাটানি। ঘটনাস্থল থেকে একাধিক খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (SSP) অনুরাগ আর্য জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিষয়টি ইতোমধ্যেই ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং গ্যাংস্টার গোল্ডি ব্রারের নেটওয়ার্ক ঘিরে সতর্কতা জারি করা হয়েছে।
তিনি আরও জানান, তদন্তের জন্য পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাটানি পরিবারকে আশ্বস্ত করেছে এবং বাড়ির বাইরে সশস্ত্র প্রহরা বসানো হয়েছে। এ ছাড়া এসপি সিটি, এসপি ক্রাইম ও এসপি ট্রাফিককে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ওই পোস্টে দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়- বিরেন্দ্র চারণ ও মহেন্দ্র সারান।
বার্তায় দাবি করা হয়, খুশবু পাটানি হিন্দু ধর্মীয় গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন, তাই এই হামলা চালানো হয়েছে। হুমকি দিয়ে বলা হয়েছে,“এটা কেবল ট্রেলার, ভবিষ্যতে ধর্ম বা গুরুদের অবমাননা করলে কাউকে রেহাই দেওয়া হবে না।”
সম্প্রতি দিশা পাটানির বড় বোন খুশবু পাটানি এক সামাজিক মাধ্যমে অনিরুদ্ধাচার্যের নারী ও লিভ-ইন সম্পর্কবিষয়ক মন্তব্যের সমালোচনা করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেটিই এ ঘটনার সূত্র হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পাটানি পরিবারের বাড়ির নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পোস্টটির সত্যতা এখনো যাচাই করা হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন। –ইন্ডিয়ান এক্সপ্রেস








