গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে পুড়ে গেছে ব্রাদার্স ফ্যাশন নামে ছোট একটি পোশাক কারখানা ও ইলেকট্রিক গোডাউনের মালামাল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. তশারফ হোসেন জানান, গাজীপুরের ভোগড়া এলাকায় ব্রাদার্স ফ্যাশন নামে ছোট একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে কারখানার মেশিনপত্র ও মালামাল পুুড়ে যায়। এসময় পাশের একটি ইলেকট্রিক গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ওই গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি।