
দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতির অবসান ঘটিয়ে ফিনল্যান্ড গতকাল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থায় যোগদান করেছে। ফিনল্যান্ডের এমন পদক্ষেপ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের জন্য একটি কৌশলগত পরাজয়ের ইঙ্গিত বহন করছে, যিনি ন্যাটো সম্প্রসারণকে বন্ধ করাটাকে তার নেতৃত্বের অন্যতম লক্ষ্যে পরিণত করেছেন।
ফিনল্যান্ড ন্যাটো ভুক্ত হওয়ার ফলে তারা শক্তিশালী জোটটির সাথে থেকে রাশিয়ান প্রতিবেশীকে মোকাবেলা করার জন্য শক্তিশালী সামরিক বাহিনীতে প্রবেশাধিকার প্রাপ্ত হয়েছে। এদিকে রাশিয়ার সাথে ন্যাটোর স্থল সীমান্ত এখন আরও দ্বিগুণ হয়েছে।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে নানা ভাবে হুমকির সম্মুখীন হয়েছে ফিনল্যান্ড, যৌথ প্রতিরক্ষায় জোটের অঙ্গীকারের কারণে দেশটি এখন অন্য ৩০টি সদস্য দেশ থেকে সুরক্ষা পাচ্ছে।
ফিনল্যান্ড এখন বিস্তৃত নিয়োগ ব্যবস্থার মাধ্যমে দ্রুততার সাথে ২৮০,০০০ সৈন্য নিজ দেশে আনতে পারবে। প্রতিরক্ষায় তারা এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত।

ন্যাটোতে ফিনল্যান্ডের সংযোজনের ফলে ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে পুতিনের লক্ষ্যগুলি কীভাবে পিছিয়ে পড়ে তা এখন দেখার বিষয়।