এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন কবে কোথায় লা ফিনালিস্সিমার তৃতীয় ফাইনালে লড়াইয়ে নামবে, সে বিষয় জানাল স্প্যানিশ গণমাধ্যম। ভেন্যু-সময় এখনও পুরোপুরি নির্ধারণ না হলেও সম্ভাব্য আয়োজক হিসেবে কাতার আলোচনার শীর্ষে। ২০২৬ সালের মার্চে হবে এক ম্যাচের শিরোপা নির্ধারণী মহারণ। তারিখ ধরা হয়েছে ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে, ২৮ তারিখ ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে। কাতারের পাশাপাশি সৌদি আরব এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামও আয়োজক হতে দৌড়ে নেমেছে।
ইউরোপীয় গণমাধ্যমগুলোর মতে, কাতার ২৮শে মার্চ, ২০২৬ ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ফিনালিস্সিমা আয়োজন করতে আগ্রহী। তারা লুসাইল স্টেডিয়াম ভেন্যু হিসেবে রাখার কথা জানিয়েছে। এবং, ২০২৬ সালের ২৮ মার্চ ম্যাচ আয়োজন করতে চায়।
কাতারের সাথে আলোচনা দ্রুত এগিয়ে চলছে বলে খবর। কারণ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা লাতিন চ্যাম্পিয়ন, তাদের আবারও কাতারে ফেরাতে এবং বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নদের একত্রিত করে একটি হাই-প্রোফাইল ম্যাচ আয়োজনে মরিয়া।







