চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিইউপিতে ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর ফিল্ম ক্লাব বিইউপি ফিল্ম ফেস্ট ২০২৩ আয়োজন করেছে। দুই দিনব্যাপী জমকালো এই আয়োজনে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ফিল্ম ফেস্টের প্রথম দিনে ছিল বাংলা সিনেমা অন্তর্জাল দলের আগমন। অভিনেতা সিয়াম আহমেদ এবং মাশরুর এনানের জমকালো উপস্থিতি ছিল। ফিল্ম ফেস্টে প্রদর্শনীর জন্য ১০টি শর্ট ফিল্ম নির্বাচন করা হয়। ফিল্ম ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার।

Bkash

ফিল্ম ফেস্টের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন প্রধান আয়োজক হিসেবে ফেস্টের মর্যাদা বৃদ্ধি করেন।

Reneta June

পুরো উৎসব জুড়ে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ‘হাওয়া’ ছবির পরিচালকমেজবাউর রহমান সুমন, লেখক ও পরিচালক আবু শাহেদ ইমন, কসপ্লে অভিনেতা কাজী এম নূর, অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল, চলচ্চিত্র নির্মাতা রেজা গালিব, লেখক শিবব্রত বর্মন।

বিইউপি ফিল্ম ক্লাব তার সহযোগী স্পনসরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় যত্নশীল, কুপার্স, প্রাণ, পোলার, চাঁদে কাস্টওয়ে, বোইব্রিকখো, রিগ্যাল ফার্নিচার যারা এই ফেস্টকে একটি সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View