ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ্যে এল বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘ফাইটার’-এর ফার্স্টলুক মোশন পোস্টার। ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দেখা মিলল হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের।
ফাইটারই প্রথম বলিউড সিনেমা হতে চলেছে, যেখানে অ্যাকশন হবে আকাশে। মোশন পোস্টার শেয়ার করে দীপিকা ও হৃতিক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ফাইটার আসছে সিনেমা হলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি।’
ভিডিওটি শুরু হয় রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমে দেখা যায় হৃতিক রোশনের লুক। পাইলটের লুকে দেখা দেন হৃতিক। এরপর দীপিকাকে দেখা যায় ইউনিফর্ম পরে রানওয়ে ধরে হেঁটে আসতে। তারপর এক ঝলক দেখা যায় অনিল কাপুরকে। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘সুজলং সুফলং’।
View this post on Instagram
ফার্স্ট লুক দেখে বইতে থাকে কমেন্টের বন্যা। একজন লেখে, ‘তারকা নির্বাচন দুর্দান্ত।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকা দেখেশুনে সিনেমা নির্বাচন করেছেন।’
‘পাঠান’-এর পরে সিদ্ধার্থ আনন্দের কাছে ভক্তদের প্রত্যাশাও বেড়ে গেছে। বিশ্বজুড়ে ১০০০ কোটির ব্যবসা করেছে ‘পাঠান।’ এই ছবিটিও ব্যবসা সফল হবে, এমনটাই মনে করছেন ভক্তরা।
সূত্র: কইমই








