চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেষ ষোলোয় ব্রাজিল-সাউথ কোরিয়া, পর্তুগালের সামনে সুইজারল্যান্ড

শেষ ষোলোর টিকিট আগেই নিশ্চিত হলেও ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ছিল শীর্ষ ধরে রাখার লড়াই। আফ্রিকান দেশটির সঙ্গে পেরে ওঠেনি সেলেসাওরা, তবে সুইজারল্যান্ডের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থেকেই পরের রাউন্ড নিশ্চিত করেছে টিটের শিষ্যরা। গ্রুপের আরেক খেলায় সার্বিয়াকে হারিয়ে নক আউটে ব্রাজিলের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড।

শুক্রবার রাতে লুসেইল স্টেডিয়ামে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জি গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ ৩-২এ জিতেছে সুইসরা।

ব্রাজিল ও সুইজারল্যান্ড, দুদলেরই সমান দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট সংগ্রহ। গোল পার্থক্যে এগিয়ে টেবিল টপার ব্রাজিল। ৬ ডিসেম্বর এইচ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগালের মোকাবেলা করবে সুইজারল্যান্ড, খেলা বাংলাদেশ সময় রাত ১টায়। আর ৫ ডিসেম্বর রাত ১টায় এশিয়ার দেশ সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

লুসেইল স্টেডিয়ামে দুর্দান্ত শুরু আনে ব্রাজিল, দ্বিতীয় মিনিটেই সুযোগ আসে এগিয়ে যাওয়ার। ১৪ মিনিটে মার্তিনেল্লির জোরাল হেড কর্নারের বিনিময়ে ঠেকান ডেভিস এপাসি। ২০ মিনিটে প্রতি আক্রমণে ওঠা ক্যামেরুন ভীতি ছড়ায় ব্রাজিল রক্ষণে। সে যাত্রায় সেলেসাওদের স্কোরলাইন অক্ষত রাখেন এডেরসন। ৪৫ মিনিটে আবারও এপাসির বাধা টপকাতে পারেননি মার্তিনেল্লি।

বিরতির পর খেলার গতি বাড়ায় টিটের শিষ্যরা। কিন্তু কখনও ক্যামেরুনের রক্ষণ, কখনও গোলরক্ষকের দুর্দান্ত ভূমিকায় গোলশূন্য থাকতে হয়। উল্টো আক্রমণে নির্ধারিত সময়ের শেষে এগিয়ে যায় ক্যামেরুন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন ভিনসেন্ট আবুবাকার। শেষ পর্যন্ত ওই গোলই ব্যবধান গড়ে জয়-পরাজয়ের।

অন্যদিকে, স্টেডিয়াম ৯৭৪-এ শেষ রাউন্ডের আরেক ম্যাচে সমানে সমান লড়েও পারেনি সার্বিয়া। সুইজারল্যান্ডের সমীকরণ হল জিতলে কোনো হিসাব ছাড়াই শেষ ষোলোয় উঠবে। সার্বিয়ার থেকে ড্র করে এক পয়েন্ট আনলেও উঠতে পারবে। সেক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ক্যামেরুনকে হারতে হবে। সেসবের ধার ধরলেন না মুরাত ইয়াকিনের শিষ্যরা।

এগিয়ে যেতে চাওয়ার দুর্দান্ত লড়াইয়ে প্রথমার্ধে আসে চার গোল। এক দল গোল করে তো আরেক দল পাল্টা গোল আনে। বিরতিতে যাওয়ার আগে ২-২ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়েন সুইজারল্যান্ড ও সার্বিয়া। ২৬ মিনিটে অ্যালেক্সান্ডার মিত্রোভিচে সমতায় ফেরার পর ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ।

আক্রমণের পসরা সাজিয়ে বসা খেলাটিতে প্রথমে এগিয়ে যায় সুইসরাই। ম্যাচের ২০ মিনিটে জের্দান শাকিরি আনেন লিড। বেশি সময় সেটি ধরে রাখতে পারেননি। ছয় মিনিট পর সমতায় ফেরে সার্বিয়া। বিরতির নির্ধারিত সময়ের এক মিনিট আগে সুইসদের সমতায় ফেরান ব্রিল এমবোলো।

দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটতে জয় দরকার, এমন ম্যাচে জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে। ৪৮ মিনিটে রেমো ফ্রিলের গোলে আনা লিড শেষ পর্যন্ত ধরে রাখে সুইসরা। তাতে নিশ্চিত হয় শেষ ষোলো। এ নিয়ে টানা তিন আসরের দ্বিতীয় রাউন্ডে খেলবে সুইজারল্যান্ড।