চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বেনজেমার বদলি কাওকে নেবে না ফ্রান্স

KSRM

নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন করিম বেনজেমা। নিষেধাজ্ঞায় থাকার কারণে রাশিয়া বিশ্বকাপে না থাকা ফ্রেঞ্চম্যান কাতার বিশ্বকাপেও মিস করলেন। ব্যালন ডি’অর জয়ীকে রেখেই ২৬ জনের দল দিয়েছিল ফ্রান্স। শেষ সময়ে উরুর চোটে ছিটকে গেছেন বেনজেমা। তবে তার বদলি কাউকে নেবেন না দিদিয়ের দেশম।

বর্তমান চ্যাম্পিয়নদের রিজার্ভে ছিলেন মুসা দিয়াবি, উইসাম বেন এদের, অ্যান্থনি মার্শিয়াল সহ আরও অনেক তারকা। বেনজেমার বদলির বা নতুন অন্তর্ভুক্তির প্রশ্নে ‘না’ বলে দিয়েছেন দেশম। ২৬ থেকে কমে তাই এমবাপে-গ্রিজম্যানদের বিশ্বকাপ দল দাঁড়িয়েছে ২৫ জনে।

Bkash July

হাঁটুর চোট বেনজেমাকে অনেক দিন ধরেই ভোগাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছিল বাম পায়ের পেশির চোট। রিয়ালের হয়ে কয়েকটি ম্যাচ না খেলে ছিলেন পুনর্বাসনে। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার অনুশীলনেও নেমেছিলেন। শেষ করতে পারেননি। নতুনদের আহ্বান জানিয়ে দ্রুতই ছেড়ে যান ক্যাম্প।

শেষে জানা যায় পুরোপুরি সেরে ওঠা হয়নি বেনজেমার। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে তার অসময়ে ঘরে ফেরার টিকিট নিশ্চিতের খবর। দোহার অনুশীলন ক্যাম্প ছাড়ার পর এমআরআই করানো হয় বেনজেমার। অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে খবর।

Reneta June

বর্তমান ব্যালন ডি’অর জয়ী ৩৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। মৌসুমটাতে ৪২ গোল করেছিলেন। জাতীয় দলে ৯৭ ম্যাচে ৩৭ গোল আছে তার। ছিলেন ফরাসিদের অন্যতম ভরসার নাম।

ফ্রান্স দলে লেগেছে যেন চোটের মড়ক। মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কান্তে আগেই ছিটকে গেছেন। অনুশীলনে নেমে সতীর্থ কামাভিঙ্গার ট্যাকলে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়েছে ক্রিস্টোফার এনকুকুর। সেই মিছিলে বাড়াল বেনজেমা।

মহাযজ্ঞে গ্রুপ ডি-তে ফ্রান্সের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। ২২ নভেম্বর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে দেশমের শিষ্যরা। গ্রুপপর্বে ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর ফরাসিদের প্রতিপক্ষ তিউনিশিয়া।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View