চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুইজারল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন নেইমার

কাতার বিশ্বকাপ-২০২২

শঙ্কা আগেই ছিল, এবার গোড়ালির চোটের দুঃসংবাদ শুনলেন নেইমার। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ তারিখের ম্যাচে থাকছেন না ৩০ বর্ষী ফরোয়ার্ড। সেরে না উঠলে ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষেও ডাগআউটে কাটাতে হতে পারে সেলেসাও স্বপ্নদ্রষ্ট্রার।

সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে রিচার্লিসন জাদুতে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। লুসেইল স্টেডিয়ামে দুর্দান্ত জয় পাওয়া ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন নেইমার। সার্বিয়ান খেলোয়াড়দের দ্বারা মোট নয়বার ফাউলের শিকার হয়েছিলেন তিনি।

খেলার ৭৮ মিনিটে ঘটে মহাবিপদ! সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের পা মচকে যায়। বিষন্ন মুখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন নেইমার। বেঞ্চে বসে থাকা অবস্থায় মেডিকেল কর্মীরা যখন তার গোড়ালির চিকিৎসা করছিলেন, তখন জার্সি দিয়ে হতাশায় মুখ লুকাচ্ছিলেন তিনি। এবার সেই চোট হয়ত গ্রুপপর্ব থেকেই ছিটকে দিল তারকা ফরোয়ার্ডকে।

আগামী সোমবার জি গ্রুপের খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে ব্রাজিল। ৩০ বর্ষী ফরোয়ার্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে চোট কাটিয়ে উঠতে পারবেন কি না, এখনও অনিশ্চিত। সেটি যদি না হয় তাহলে ব্রাজিল শেষ ষোলোতে উঠতে পারলে টিটের দলে দেখা যাবে নেইমারকে।