ফিফার নীতিমালা ভাঙ্গার দায়ে ইসরায়েলকে অবশ্যই বহিষ্কার করা উচিত, আন্তর্জাতিক আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এমন দাবি করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের জন্য এমন দাবি করেছে তারা।
মে মাসে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব তুলেছিল। সে সময় ফিফা জরুরীভাবে আইনী মূল্যায়নের আদেশ করেছিল। জুলাইতে এর আলোচনা হওয়ার কথা ছিল।
সে সময় এশিয়ান ফুটবল কনফেডারেশন পিএফএ কে সমর্থন দিয়েছিল। পিএফএ’র সভাপতি জিবরিল আল রাজৈব বলেন, ‘ফিফা ফিলিস্তিনে চলমান গণহত্যা’ নিয়ে উদাসীন থাকতে পারে না।’
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা অ্যাটর্নী ম্যাক্স ডু প্লেসিস, সারাহ পুডিফিনসহ অন্যান্যরা প্রতিবেদনে লিখেছেন,‘এতে কোনো সন্দেহ নেই যে ফিলিস্তিনে ইসরায়েলের আচরণ ফিফার উদ্দেশ্যকে ক্ষুণ্ন করেছে, এবং ক্রমাগত ক্ষুণ্ন করছে।’
‘ইসরায়েল অনুচ্ছেদ ৩ এর বিপরীতে ফিলিস্তিনিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার লঙ্ঘন করেছে। এটি অনুচ্ছেদ ৪(১) এর সরাসরি লঙ্ঘন করে জাতি, জাতীয়তার উৎস এবং জন্মের ভিত্তিতে ফিলিস্তিনিদের প্রতি বৈষম্য করেছে এবং অব্যাহত রেখেছে।’
‘অনুচ্ছেদ ৫.১ (বি) এ বর্ণিত মানবিক উদ্দেশ্যগুলিকে দুর্বল করে। ইসরায়েলের আচরণ তার উদ্দেশ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের অনুরূপ গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে ফিফা কর্তৃক গৃহীত অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ নিন্দার দাবি করে।’








