ভারতের জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সীমান্তে স্থলমাইন পুঁতে রাখায় বিস্ফোরণের ঘটনায় আগুন আরও মারাত্মক হয়ে উঠছে।
এনডিটিভি জানিয়েছে, আগুনের ফলে স্থলমাইনগুলোতে ক্রমাগত বিস্ফোরণ ঘটছে। ক্রমে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে পারছেনা ভারতের দমকল বাহিনী।
মূলত সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেখানে প্রচুর সংখ্যক স্থলমাইন পুঁতে রেখেছিল ভারতের সেনাবাহিনী। এই বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা যাচ্ছে।
ভারতে সংবাদ মাধ্যমগুলো বলেছে, আগুন নিয়ন্ত্রণে দমকল ও সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনী একসঙ্গে কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
মূলত, গত বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের ফলে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মানকোট জঙ্গলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন পাঁচ থেকে ছয় কিলোমিটার বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।







