গত ৫ দিন বন্ধ থাকার পর আজ রোববার (১৮ মে) সকাল থেকে রাঙ্গামাটি- চন্দ্রঘোনা-রাইখালী-বান্দরবান নৌ রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন, রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ)নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল।
সড়ক ও জনপথ বিভাগ জেলার দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে রবিবার (১৮ মে) ভোর ৬ টা হতে এই নৌ রুটে সকলের জন্য ফেরি চলাচল খুলে দেয়া হয়।







