চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পৌনে ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

KSRM

পৌনে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

পদ্মা নদীতে ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ। নৌ-দুর্ঘটনা এড়াতে মধ্যরাত পৌনে ২টার দিকে ফেরি বন্ধ রাখা হয়।

Bkash July

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকালে ঘনকুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘনকুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে এর আগে মধ্যরাতে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকায় ফেরিতে থাকা যাত্রী ও চালকদের শীতে কষ্ট হয়েছে। ঘাট এলাকায় যেসব যাত্রী ও যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল, সিরিয়াল অনুযায়ী তাদের পার করা হচ্ছে। ঘণ্টা খানেকের মধ্যে পাটুরিয়া ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যায়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View