এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্সের ফুটবলারদের নিয়ে আপত্তিজনক গান গেয়েছিল আর্জেন্টিনা। চেলসি মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ গানের ভিডিও পোস্টের পর সমালোচনার মুখে পড়েন। যেজন্য বিশ্বজয়ী মিডফিল্ডার ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না।
আর্জেন্টিনার এমন কাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ফ্রান্স। চেলসি অধিনায়ক ও ডিফেন্ডার রিস জেমস বলছেন, ফের্নান্দেজ চেলসির জন্য সমস্যা হতে পারেন। তার মতে, এ ঘটনা দলের টিম স্পিরিটে প্রভাব ফেলবে।
‘অবশ্যই, সবসময় একটি ফ্যাক্টর থাকে যেখানে মানুষের সাথে বসে ঠিকঠাক না করলে সেটি একটি সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সেদিনটি না আসা পর্যন্ত যখন সবাই একসাথে এবং একটি কক্ষে বসতে পারছে, কিছু হবে না। তবে আশা করছি জিনিসগুলো সহজেই সমাধান করা যাবে এবং আমরা মৌসুমে একসাথে এগিয়ে যেতে পারব।’
‘এটি সত্যিই বাজে অবস্থা। ফুটবলে বর্ণবাদ এবং বৈষম্যের অবস্থান নেই। আমার মনে হয়েছে সে দ্রুত ভুল বুঝতে পেরেছে এবং ভুল স্বীকার করে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। ওই অবস্থায় সম্ভবত সেরা কাজটা সে করেছে।’
কোপা আমেরিকায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর উদযাপনে ফ্রান্সের খেলোয়াড়দের ‘অবমাননা’ করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। ঘটনায় ফিফা এবং ফের্নান্দেজের ক্লাব চেলসি আলাদাভাবে তদন্তে নেমেছে।








