সংগীত জগতের জনপ্রিয় মুখ ফেরদৌস আরা। প্রখ্যাত নজরুল সংগীতের এই শিল্পীর জন্মদিন শনিবার (১২ অক্টোবর)। সংগীত অঙ্গনের সহকর্মী, শ্রোতা ভক্তদের কাছ থেকে এই দিনে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গুণী এই শিল্পী। উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথন অনুষ্ঠানেও।
নিজের জন্মদিন নিয়ে শিল্পীর ভাষ্য,“আমার কাছে জন্মদিন মানেই নতুন করে বাঁচার আশা। আরেকটি বছরের জন্য নতুন করে কাজ করার অনুপ্রেরণা।”
নজরুল সংগীত শিল্পী হিসেবে পরিচিতি থাকলেও সব ধরনের গানই তিনি করেন। সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সংগীতচর্চার জন্য তিনি ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরস্থ হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক।
শিল্পী জীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার খ্যাতি। তবে কিছুটা আক্ষেপ আছে, এখনো পাননি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি।
উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে পেয়েছেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে সম্মাননা।







