ভারতের লুধিয়ানায় গত ১০ জুন একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতিতে ভুক্তভোগীরা ৮ কোটি ৪৯ লক্ষ টাকা হারায়। সেই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মনদীপ কৌর ওরফে ‘ডাকু হাসিনাকে’ উত্তরাখন্ড থেকে আটক করেছে পুলিশ।
পাঞ্জাবে মনদীপ পরিচিত ডাকাতের সরদার হিসেবে। অনেক চেষ্টার পর বিভিন্ন ফাঁদ পেতে তাকে আটক করেছে পুলিশ। পুলিশের ফাঁদে ধরা পড়েছে মনদীপের স্বামীও।
সম্প্রতি পুলিশ গোপন সূত্রে খবর পায়, লুধিয়ানায় ডাকাতিতে সাফল্য পাওয়ার পর নেপালে পালানোর ছক কষেছেন এই ডাকাত দম্পতি। উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুণ্ড সাহিবে আগে থেকেই ওঁত পেতে ছিল পঞ্জাব পুলিশের একটি দল। সেখানে ‘ডাকু হাসিনা’কে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল। গুরুদ্বারের সামনে অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকে যাতায়াত করছিলেন। পুলিশ সেখানে বিনামূল্যে পানীয়ের ব্যবস্থা করে। ১০ টাকার পানীয় নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে এই ডাকাত দম্পতি।
তবে সাথে সাথে মনদীপ বা তার স্বামীকে ধরেনি পুলিশ। গুরুদ্বারে প্রবেশ করে তাদের প্রার্থনার সুযোগ দিয়েছিল পুলিশ। সেখান থেকে বেরিয়ে আসার পর ধাওয়া করে তাদের ধরা হয়।
লুধিয়ানার ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও তিন জনের খোঁজ চলছে। তবে ডাকাতির ‘মাস্টারমাইন্ড’ ছিলেন মনদীপরাই। তাদের কাছ থেকে তৎক্ষণাৎ ২১ লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।







