১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত হিন্দি ধারাবাহিক ‘ফৌজি’। যেই ধারাবাহিকে অভিনয়ের পরে বলিউডের বাদশাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাহরুখের জন্যই আজও দর্শক এই ধারাবাহিকটি মনে রেখেছেন। ধারাবাহিকে তার অভিনীত চরিত্রের নাম ছিল লেফটেন্যান্ট অভিমন্যু রায়।
এবার শোনা যাচ্ছে, দীর্ঘ ৩৫ বছর পর নির্মিত হতে যাচ্ছে চর্চিত ধারাবাহিকটির সিকুয়েল। মঙ্গলবার (১৫ অক্টোবর) নির্মাতারা এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে জানা গেছে, ধারাবাহিকে থাকছে একাধিক চমক।
মঙ্গলবার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। তবে কি শাহরুখ থাকছে সিকুয়েলে? না, শাহরুখ যে থাকছে না তা এক প্রকার স্পষ্ট। তবে নতুন ধারাবাহিকে থাকছেন এক ঝাঁক অভিনেতা।
আসন্ন ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা লোখণ্ডের স্বামী ভিকি জৈন। সন্দীপ সিংহের সঙ্গে এই ধারাবাহিকটির সহ-প্রযোজকের ভূমিকায় থাকছেন ভিকি। দেশের জন্য সেনার আত্মত্যাগ এবং বীরত্বের গল্পই তুলে ধরা হবে এই ধারাবাহিকে।
মূল ধারাবাহিকটির মতোই ‘ফৌজি ২’ এর জন্য দূরদর্শনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রযোজকেরা। ভিকি ছাড়াও একটি চরিত্রে থাকছেন গওহর খান। নির্মাতারা জানিয়েছেন, এছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক। নির্মাতারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই ধারাবাহিকটি ডাব করা হবে।- ইটিভি ভারত








