চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আনসু ফাতিকে আর্সেনালে আনার স্বপ্ন দেখছেন আর্তেতা

বার্সেলোনার হয়ে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না আনসু ফাতি। ছেলেকে কাতালান ক্লাবটি থেকে সরিয়ে নেয়ার হুমকিও দিয়েছেন তার বাবা বরি ফাতি। এরই মধ্যে খবর বেরিয়েছে, ২০ বর্ষী ফুটবলারকে চলতি মৌসুমে আর্সেনালে চুক্তিবদ্ধ করার স্বপ্ন দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা।

ইউরোপীয় গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ফাতির সঙ্গে বার্সার সম্পর্কের টানাপোড়েনের সুযোগ কাজে লাগাতে চাইছে গানাররা। একইসঙ্গে ইংলিশ জায়ান্টরা আগামী মৌসুমের জন্য শক্তিশালী স্কোয়াড গঠন করতে চাইছে।

এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ৯৬টি ম্যাচ খেললেও চলতি মৌসুমে জাভির অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন ফাতি। যার মধ্যে ২৭ ম্যাচেই নেমেছন বদলি হিসেবে। অল্প সময় খেলার সুযোগ পেলেও লা লিগায় তিনি তিন গোল করার পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট।

ন্যু ক্যাম্পে পেদ্রি এবং গাভির মতো তরুণ তারকাদের সঙ্গে নিয়মিত খেলার প্রতিদ্বন্দ্বিতায় ফাতি খানিকটা পিছিয়ে থাকলেও তার চাহিদা উঁচুতেই রয়েছে। গিনি-বিসাউতে জন্ম নেয়া ফুটবলারের এজেন্ট হোর্হে মেন্ডেস বর্তমানে বাজারদরের দিকে লক্ষ্য রাখছেন এবং মূল্যায়ন করছেন বলে ধারণা করা হচ্ছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসা প্রায় নিশ্চিত। এর আগে বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির সঙ্গে ফাতি যুক্ত হলে আক্রমণভাগে আরও ধার বাড়াতে দলটি সক্ষম হবে। আর্তেতা হয়তো ঠিক সেই পরিকল্পনাতেই এগিয়ে যাচ্ছেন।