কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের ছেলের গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। গুরুতর আহত পুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দানেশ মিয়া (৫০) নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোট শোলাকিয়া এলাকায় তাদের বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশের হাতে আটক দানেশ মিয়া কোট শোলাকিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কুঁড়েরপাড় এলাকায়। অপরদিকে গুরুতর আহত তার পুত্র মো. রাব্বি মিয়া (২৩) কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে পেশায় বিদ্যুতের কারিগর।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী মো. ইউনুস মিয়া জানান, দানেশ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এক পর্যায়ে সে নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে। সে একাধিক বিয়েও করেছে। সাত মাস পূর্বে তার ছেলে রাব্বি বিয়ে করেছেন। সে তার পুত্রবধূকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি হয়েছে। লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন তারা। সম্প্রতি মাদকের টাকার জন্য ছেলে রাব্বিকে চাপ দিতে শুরু করেন। এ নিয়ে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাকু দিয়ে তার ছেলের গলায় আঘাত করেন। এতে তার গলা কেটে যায়। এ সময় দৌঁড়ে পালাতে চাইলে আবারও ছেলের পিঠে আঘাত করেন। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী এসে রাব্বিকে উদ্ধার করেন আর দানেশকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দানেশ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন