চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্রুত চার্জিং স্মার্টফোন কি বিপদজ্জনক?

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই মোবাইল ফোন কেনার আগে বেশ কয়েকটি বিষয়ে চিন্তা করে থাকেন। যেমন প্রসেরর কেমন, ব্যাটারি ক্যাপাসিটি কতটুকু, ক্যামেরা, প্রটেকশন কিংবা স্ক্রীন সাইজ। অনেকেই দ্রুত চার্জিং এর বিষয়টিও বেশ গুরুত্ব দেন। যারা একটু গভীর টেকনিক্যালি চিন্তা করেন, তারা জানতে চান দ্রুত চার্জিং তাদের ব্যাটারিতে কোন খারাপ প্রভাব ফেলে কিনা? কিংবা এর প্রভাব কতটুকু?

মানুষ স্মার্টফোন কিনতে অনেক অর্থ ব্যয় করেন, সবাই একটি টেকসই মোবাইল চান। বর্তমানে অ্যাপল ডিভাইসের দাম প্রায় লক্ষাধিক টাকারও বেশি, শুধুমাত্র অ্যাপল ডিভাইস কেন অনেক অ্যান্ড্রয়েড ফোন এখন লাখ টাকার বেশি। ব্যস্ততম নগরীতে মানুষের সময় খুবই মূল্যবান, তাই তারা চান ফোন দ্রুত চার্জ হোক। ফোন দামী কিংবা কম দামি যাই হোক না কেন, তাদের চাওয়া একই। বর্তমানে দুই ধরনের ব্যাটারি মোবাইল ফোনে ব্যবহৃত হয়, লিথিয়াম আয়ন ও লিথিয়াম পলিমার। ফাস্ট চার্জিং এ লিথিয়াম আয়ন বহুল ব্যবহৃত।

৪৫০০ কিংবা ৫০০০mAh ৩০ মিনিটি থেকে ৬০ মিনিটের মধ্যে ফুলচার্জ হয়। তবে এই ব্যাটারি গুলি দ্রুত চার্জ হওয়ার কারণে খুব দ্রুত আবার গরম হয় এবং গরম হওয়ার কারণে বিভিন্ন সময় ফোন ওভারহিট ফলে ব্লাস্ট হওয়ার চান্স থাকে! তবে শুধুমাত্র বাহিরের থেকে কোনরকম প্রেশার তৈরি হবার পাশাপাশি হিট পেলেই মাত্র ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।

বর্তমানে কিছু ফোনে ব্যাটারি ব্লাস্ট হওয়া দেখা গেছে। সাধারণ মানুষের মতো ব্যাটারিগুলোতেও লাইফ সাইকেল রয়েছে। সেই লাইফ সাইকেল পার হয়ে গেলে ব্যাটারি দুর্বল হয়ে যায় এবং তার ক্ষমতা অনেক কমে যায়। ফোনের হাই ওয়াটেজ এর চার্জার গুলি যেমন, 18,30,33,44,50,55,66,67,80 watt নতুন লঞ্চ হওয়া 120 watt & 200 watt যেটি নাকি ৪ মিনিটের মধ্যে একটি 4000 mah ব্যাটারি ফোনকে ফুল চার্জ করে দিতে সক্ষম।

সহজভাবে বলতে গেলে ফোনের মধ্যে ওভারহিটিং বা টেকনিক্যাল কোন প্রবলেম না থাকে, তবে আপনাদের কোন সমস্যা হওয়ার কথা না। তবে দ্রুত চার্জি বেশি সময়ের জন্য মোবাইল ফোন ব্যবহারে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ মানুষভাবে অল্প সময়ের জন্য চার্জ দিলে ফুল হয়ে যাবে । ফলে একটু একটু করে চার্জে দিতে ব্যাটারির তাপমাত্রা বাড়তে থাকে এবং ব্যাটারি নির্দিষ্ট চার্জিং সাইকেল সম্পন্ন হয়ে  যায়। এই কারণে ব্যাটারি ড্রেন হতে থাকে ফলে ব্যাটারিতে ডেড সেল এর পরিমাণ বাড়তে থাকে, যার ফলে স্থায়িত্ব হারায়। তবে বর্তমান স্মার্টফোনগুলোতে ব্যাটারি খুব ভালোভাবে ম্যানেজ করা হয়, এখনকার স্মার্টফোনের স্থায়িত্ব তুলনামূলকভাবে বেশী। ব্যাটারি চার্জ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে, ফোনটি ওভারহিটিং বা অস্বাভাবিক গরম হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে দেরি না করে দ্রুত নিকটস্থ সার্ভিস সেন্টারের যোগাযোগ করুন।