মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই ছবিটি দিয়েই চলচ্চিত্র নির্মাণে পা রাখেন ফারুকী। এরপরের গল্প কারো অজানা নয়।
নানা কারণেই তুমুল আলোচনার জন্ম দেয় ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ব্যাচেলর’ ছবিটি। ফারুকীর সেই আলোচিত ছবিটি রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে আবারও দেখতে পারবেন দর্শক।
আনিসুল হকের গল্প অবলম্বনে নির্মিত ‘ব্যাচেলর’ এ অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, মারজুক রাসেল, জয়া আহসান, মোটুসী বিশ্বাস, ইলোরা গওর, অপি কুরম, কচি খন্দকার, হাসান মাসুদ, আহমেদ রুবলে, আরমান পারভেজ মুরাদ, সুমাইয়া মিশু, আশুতোষ সুজন, দিলারা জামান, হুমায়ূন ফরীদি প্রমুখ।
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও এসআই টুটুল। আইয়ুব বাচ্চু, সঞ্জীব চৌধুরী, এসআই টুটুল, আসিফের কণ্ঠে ছবির প্রতিটি গানই তখন শ্রোতাপ্রিয়তা পায়।
বিজ্ঞাপন