চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথমবার অভিনয়ে ফারুকী, দেখা যাবে ৩০ নভেম্বর!

আগামি ৩০ নভেম্বর ঘরে বসেই চরকি-তে দর্শক প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন

প্রথমবারের মতো অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী! খবরটি সবারই জানা। এবার জানা গেল, ফারুকী অভিনীত সেই সিনেমাটির মুক্তির তারিখ!

চরকি প্রযোজিত ফারুকী অভিনীত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা!

Bkash

এরআগে ওয়েব ফিল্মটি বুসান ও মুম্বাইয়ের দুই গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসা। সিনেমাটির প্রযোজনা সংস্থা চরকি জানিয়েছে, আগামি ৩০ নভেম্বর ঘরে বসেই চরকি-তে দর্শক প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।

এরআগে ‘অটোবায়োগ্রাফি’র পৌনে দুই মিনিটের ট্রেলারে প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, একজন নামকরা অভিনেত্রী তিথি এবং নির্মাতা ফারহানের চরিত্রে অভিনয় করেছেন তিশা-ফারুকী! ফারহান-তিথির দাম্পত্য জীবনের পাশাপাশি ট্রেলারে উঠে আসে বার বার ফারুকীর সিনেমা সেন্সর বোর্ডে আটকে দেয়ার বিষয়টিও!

Reneta June

চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ফারুকী ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View