নতুন গান ‘মন গলবে না’ প্রকাশের মধ্য দিয়ে আবারও আলোচনায় তাসনিয়া ফারিণ। এর আগে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি, এবার প্রযোজক হিসেবেও যুক্ত হলেন নিজের সংগীতযাত্রায়। ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে ফারিণের প্রযোজিত প্রথম গানটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে।
গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল, আর সুর–সংগীত করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন ফারিণ ও ইমরান দুজনই। ভিডিওতেও হাজির হয়েছেন তারা; নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ।
এর আগে গানটি মুক্তির খবরে আলোচনায় ছিলেন ফারিণ। “আমার মন ইস্পাতের তৈরি, তাই তোমার জন্য গলবে না”— এমন বার্তা দিয়ে গানটির প্রচারণা শুরু করেছিলেন তিনি।
এবার প্রকাশিত মূল গানে দেখা গেল ভিন্ন এক আবহ। মিউজিক ভিডিওতে নতুন লুকে দর্শকের নজর কাড়লেন ফারিণ। বিশেষ করে গানের কথাগুলোই যেন ভিডিওতে বাড়তি আবেগ যুক্ত করেছে।
গানের শুরুতেই ফারিণ গেয়েছেন—“যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না/ তপ্ত কোনো ভরদুপুরে চাঁদ কখনো জ্বলবে না।/ তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না।“
প্রেমিকের প্রতি অভিমান, দৃঢ়তা আর দূরত্ব তৈরির এই প্রকাশই গানটির মূল শক্তি। তবে গল্পে মোড় আসে কিছুক্ষণ পর— অভিমানে জমে থাকা ফারিণকে বুঝাতে হাজির হন ইমরান! পাল্টা উত্তরে ইমরান গেয়ে ওঠেন-“আমি তোমার প্রেমে মশগুল, বলছি না মিথ্যে এক চুল, প্রাণ প্রিয়তমা তুমি করো ক্ষমা—হবে না কখনো এ ভুল।”
একতরফা অভিমান আর ভালোবাসার টানাপোড়েন—এই আবেগময় সংলাপ-ধর্মী গীতিকবিতাই গানটিকে বিশেষ করেছে। ফারিণের গাওয়া ‘মন গলবে না’ এখন ইউটিউবে মুক্তি পেয়েছে এবং গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।







