পুরান ঢাকার মিটফোর্ডে চাঁদারদাবীতে নৃশংসভাবে হত্যার শিকার সোহাগের গ্রামের বাড়ী বরগুনার সূর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে। পরিবার ও এলাকাবাসী শোক প্রকাশ করার পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী করছেন।
শনিবার (১২ জুলাই) সোহাগের হত্যাকারীদের বিচারের দাবীতে সকালে বরগুনা শহরে শহরে এবং বান্দরগাছিয়া গ্রামে মানববন্ধন ও সমাবেশ করে সোহাগের পরিবার ও এলাকাবাসী। বরগুনার রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরর পক্ষ থেকে সোহাগের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত নিহত সোহাগের পরিবারের সাথে সাক্ষাত করেন। এসময় তিনি বলেন, মানবিক কারনে আমরা এখানে এই পরিবারের পাশে এসেছি।
এসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে সোহাগের স্ত্রী ও সন্তানদের হাতে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সোয়াবিন তৈল, লবনসহ রান্নার মশল্লা তুলে দেয়া হয়।







