এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইফতারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোবরের চপ পরিবেশন করা হচ্ছে দেখিয়ে একটি ভুয়া গ্রাফিক্স কার্ড ভাইরাল হয়েছে। ওই কার্ডে চ্যানেল আই অনলাইনের লোগো ব্যবহার করা হয়েছে। ওই ধরণের কোনো সংবাদ চ্যানেল আই অনলাইন করেনি এবং কার্ডটিও চ্যানেল আই অনলাইনের না।
৮ মার্চ সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত গ্রাফিক্স কার্ড ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া কার্ডটিতে ব্যবহ্নত ছবিটির একাংশ ২০১৯ সালের ১৫ মার্চের। সেদিন মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার জন্য ৩১ পদের বাঙ্গালি খাবারের আয়োজন করেছিলেন কুমুদিনী পরিবার। কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনাও।
এরআগেও এই ছবি ব্যবহার করে ভুয়া সংবাদ ও গ্রাফিক্স ছড়িয়ে পড়েছিল। সেসংক্রান্ত সংবাদও প্রকাশ করেছিল চ্যানেল আই অনলাইন।








