এই খবরটি পডকাস্টে শুনুনঃ
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা শোকবার্তা পোস্ট করেন। তবে দিন শেষে এসব পোস্টকে ঘিরে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে— দাবি করা হয়, নির্দিষ্ট কিছু তারকাকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে।
এই গুজব আরও তীব্র হয় একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হওয়ার পর। ছবিটিতে দেখা যায়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে গত ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে (কিছু ক্ষেত্রে ৪০০ টাকা বেশি) পাঠানো হয়েছে।
তবে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ এই স্টেটমেন্টকে ভুয়া বলে নিশ্চিত করেছে।
তাদের যাচাইয়ে মিলেছে একাধিক অসঙ্গতি। এরমধ্যে একটি হচ্ছে- অ্যাকাউন্ট নম্বর ভুল। রিউমর স্ক্যানার বলছে, স্টেটমেন্টে উল্লেখিত নম্বরটি ১৩ ডিজিটের হলেও, এসসিবির অ্যাকাউন্ট নম্বর হয় ১১ ডিজিটের। যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি।
লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।
ব্যাংক স্টেটমেন্টে ভুয়া টেমপ্লেট ব্যবহার হয়েছে জানিয়ে বলা হচ্ছে, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। এ ধরনের টেমপ্লেট ব্যবহার করে অতীতেও বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানারের মূল্যায়নে কথিত এই ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া। এটি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে রিউমর স্ক্যানার বাংলাদেশের এমন বক্তব্য দেয়ার আগেই ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্ট নিয়ে হাস্যরসে মজেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য যাদেরকে টাকা দেওয়া হয়েছে বলে স্টেটমেন্টে নাম আছে, তারাও বিষয়টি নিয়ে হাস্যরসে মজেছেন!
স্টেটমেন্টে নাম থাকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, “এডিট ভালো হয়নি, বিবিএলে আমার একাউন্টও নেই। অন্তত পারিশ্রমিকটা জেনে নিতো!”
তালিকায় থাকা অভিনেতা খায়রুল বাসার মজা করে সুনেরাহর পোস্টে মন্তব্য লিখেছেন, “মাত্র ২০ হাজার টাকায় নিজেকে বেচে দিলাম? ব্যাংক অ্যাকাউন্ট নেই, পকেটে পয়সা নেই, কিন্তু এত সস্তা হতে পারি না! তবে আমার নামের বানান ভুল হলে খুব খারাপ লাগে।”
মেহের আফরোজ শাওনও ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্ট নিজের ওয়ালে শেয়ার করে মজায় অংশ নিয়েছেন। পোস্টে লিখেছেন, “যারা পেমেন্ট পান নাই, তারা খায়রুল বাসার, সুমন আনোয়ার, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদাদের সাথে যোগাযোগ করো/করেন।”








