এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গাড়ি, ক্লাসরুম ও অফিসে হামলা হয়েছে। রোববার দিনভর চলে উত্তেজনা। এই পরিস্থিতিতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ (২৫ নভেম্বর) সোমবার সংঘর্ষের ঘটনায় সব শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত ডক্টর মাহাবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ও তার আশেপাশের ৩৫টি কলেজের শিক্ষার্থীরা সমন্বিতভাবে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। রোববার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিস সহায়ক মো. বিল্লাল হোসেন জানান, কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
বোরবার রাতে সংবাদ সম্মেলন করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জানান, সোহরাওয়ার্দী কলেজে ১ম ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিক্ষোভকারীরা হামলা করেন। এই সময় তারা পরীক্ষার্থীদের ডকুমেন্টস ও ফাইল ছিড়ে এবং পুড়িয়ে ফেলেন। হামলা, ভাঙচুর ও লুটে ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ তাদের দিতে হবে।








